ওয়েবসাইট কাকে বলে?


ওয়েবসাইট কাকে বলে?


(এখানে আমি সম্পূর্ণ আমার নিজের ভাষায় বুঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। যথাসম্ভব বইয়ের ভাষা এড়িয়ে চলবো। কারণ, বইয়ের ভাষা ব্যবহার করলে আমার উদ্দেশ্য সফল হবে না। ঠিক আমি যেভাবে শিখেছি সেভাবেই চেষ্টা করবো। মূল বিষয়টি হচ্ছে কাজের দক্ষতা অর্জন করা। সেটি থাকলেই হলো।)

ওয়েবসাইট কি?

আমরা যখন কোন বিষয়ে জানার জন্য গুগলে সার্চ দেই তখন মুহূর্তের ভিতর গুগল আমাদের কাংখিত বিষয়টি আমাদের সামনে এনে দেয়। তখন কাংখিত লিংকটির ভিতর প্রবেশ করে আমরা সহজেই কাংখিত বিষয়টি জানতে পারি। এখন যেখান থেকে আমি আমার প্রয়োজনীয় বিষয়টি জানতে পারলাম। সেটিকে বলে ওয়েবসাইট। (আমার নিজের ভাষায় প্রকাশ করছি)

ওয়েব পেইজ কি?

ওয়েব পেইজ হচ্ছে, আপনার কাংখিত বিষয়টি যেখান থেকে জানতে পারছেন অর্থাৎ আপনি যেখানে কোন লেখা পড়ছেন, ছবি দেখছেন, ভিডিও দেখছেন এমনকি আমার এই লেখাটি যেখানে পড়ছেন সেটিই হচ্ছে ওয়েব পেইজ। এইরকম কয়েকটি ওয়েব পেইজ নিয়েই হয় একটি ওয়েবসাইট। যেমন,

1. Home page
2. About page
3. Contact page
4. Service page
5. Portfolio page
6. Gallery page
7. Video page. ইত্যাদি।


Post a Comment

0 Comments