প্রতিদিন পত্র পত্রিকা পড়া একটা অভ্যাস হয়ে দাঁড়িয়েছে অনেকের। সেজন্য কোন কাজ থাক আর না থাক পত্রিকা পড়ার জন্য হলেও বাজারে যেতেই হবে।
কিন্তু বর্তমানে এ্যান্ড্রয়েড মোবাইল ফোন আবিস্কার হওয়ার সুবাদে সেই সখের পত্রিকা এখন ঘরে বসেই পড়া যায় আরামসে।
যতগুলো পত্রিকা আছে সবগুলো এখন একটার পর একটা পড়া যায় অনলাইনে। তারপরেও কিছু আরামপ্রিয় লোক আছে আমার মত যারা চিন্তা করে একটার পর একটা পত্রিকা পড়তে গেলেতো অনেক সময় লাগে। তার চেয়ে যদি এমন কোন সিস্টেম থাকতো একটিমাত্র পত্রিকার ভিতর সবগুলো পত্রিকার আকর্ষনীয় খবরগুলো প্রতিদিন প্রকাশিত হতো তাহলে কতই না ভালো হতো!
এই চিন্তা মাথায় নিয়ে অনলাইনে খুঁজতে থাকি যে, সত্যিই এরকম কোন ব্যবস্হা আছে কিনা। অবশেষে পেয়ে গেলাম সমাধান। আমাদের বাংলাদেশেই এরকম একটা এ্যান্ড্রয়েড এ্যাপস তৈরী হয়েছে। অনেক আগেই।
এ্যাপসটির নাম আমাদের জাতীয় ফুলের নামের সাথে মিল রেখে নাম রাখা হয়েছে "শাপলা" এমন সুন্দর একটি দেশী এ্যাপস পেয়ে আমি অনেক আনন্দিত। তাইতো বিষয়টি আপনাদের সাথে শেয়ার করতে দেরী করিনি।
এ্যাপসটি এখান থেকে ডাউনলোড করুন
0 Comments