Class: 01
html code editor and html document
প্রিয় বন্ধুরা,
আসসালামু আলাইকুম, ওয়া রহমাতুল্লাহ।
ওয়েব ডিজাইন ক্লাসে আপনাদেরকে স্বাগতম!
আমরা যেহেতু মোবাইল দিয়ে ওয়েব ডিজাইন শিখবো সেহেতু আমাদেরকে কোড এডিটরের জন্য একটি সফটওয়্যার লাগবে। প্রথমে প্লেস্টোর থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন। প্লেস্টোরে গিয়ে সার্চ করুন SPCK তারপর সবার উপরে যে সফটওয়্যারটা আসবে সেটা ইনস্টল করে নিন। অথবা এখান থেকে ডাউনলোড করুন
ডাউনলোড করা হলে সেটিকে ওপেন করুন। তারপর নিচের ছবিতে লাল দাগ দেয়া স্হানে ক্লিক করে শুরু করুন। প্রথমে বাম পাশের লাল দাগ দেয়া স্হানে ক্লিক করুন তারপর প্লাস আইকনে ক্লিক করুন।
তারপর নিউ প্রোজেক্ট থেকে একটি নাম দিয়ে HTML সিলেক্ট করুন। নিচের ছবির মত।
HTML file এ ক্লিক করুন। তারপর তিনটি ফাইল তৈরী হবে সেখান থেকে index.html ক্লিক করুন। তারপর কিছু কোড লেখা আসবে সেগুলোকে মুছে ফেলুন। তারপর নিচের ছবি দেখে কোডগুলো লেখুন। কোড লেখা হলে আউটপুট দেখার জন্য ডান পাশে লাল দাগ দেয়া আইকনে ক্লিক করুন।
এবার আপনার লেখা কোডের আউটপুট দেখুন।
Web design Class 1 লিখে পোস্ট করুন। উক্ত ক্লাসের যে কোন সমস্যা সমাধানের জন্য পেইজে কমেন্ট করুন। সমাধান দেয়া হবে। ইনশাআল্লাহ
0 Comments