মোবাইল হচ্ছে বর্তমানের সেরা প্রযুক্তি। যার মাধ্যমে আমরা একে অন্যের সাথে যোগাযোগ রক্ষা করে চলতে পারি। নিমেষেই পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তের কাংখিত লোকজনের সাথে কথা বলতে পারি।
সেই মোবাইলের ভিতরে থাকে ছোট একটি সিমকার্ড। সেই কার্ডে ১১ ডিজিটের একটি নাম্বার থাকে। আমরা অনেকেই আছি এই নাম্বারগুলো মুখস্থ রাখতে পারি না। আবার কিছু লোক আছে যারা নাম্বার মুখস্থ রাখতে পারে ঠিকই কিন্তু মাঝে মধ্যে ভুলে যায়।
কিন্তু তখন কি হবে যখন নিজের মোবাইল নাম্বারটাই ভুলে যাবেন!
হ্যাঁ, এর সমাধানও সিম কোম্পানীগুলো বের করে রেখেছেন। চলুন আমরা দেখে নেই, নিজের নাম্বার ভুলে গেলে কিভাবে বের করতে পারি।
সকল সিমকার্ডের নাম্বার বের করার কোডঃ
জিপি নাম্বার চেক করার জন্য এই কোডটি ডায়াল করুনঃ
*2#
বাংলালিংক নাম্বার চেক করার জন্য এই কোডটি ডায়াল করুনঃ
*511#
রবি নাম্বার চেক করার জন্য এই দুটি কোড ডায়াল করুনঃ
*2#
*1402*4#
টেলিটক নাম্বার চেক করার জন্য এই কোডটি ডায়াল করুনঃ
*551#
এয়ারটেল নাম্বার চেক করার জন্য এই কোডটি ডায়াল করুনঃ
*2#
এতক্ষণ ধরে পোস্টটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।
0 Comments