প্রথমেই লক্ষ্য স্হির করুন!


প্রথমেই লক্ষ্য স্থির করুন!


প্রবাদে আমরা পড়েছি,
"হয় মন্ত্রের সাধন, নয় শরীর পাতন।"

আপনি যখন ছাত্র তখন আপনি একটা বিষয়কে কেন্দ্র করে লেখা-পড়া চালিয়ে যান। আপনি যখন ব্যবসায়ী তখনো আপনার একটা উদ্দেশ্য থাকে। আপনি যখন কোন বৃক্ষরোপন করেন তখনো আপনার একটা উদ্দেশ্য থাকে।

আসলে প্রত্যেকে আমরা একটা উদ্দেশ্যকে সাথে নিয়েই পথ চলি। তাইতো আমরা যাকিছুই করি না কেন আমাদের উদ্দেশ্য থেকে কিন্তু আমরা পিছপা হই না।

এরকম একটা পাকাপোক্ত উদ্দেশ্যকে নিয়ে আমাদেরকে ডিজাইন শিখতে হবে। কাজটাকে মন থেকে ভালোবেসে শিখতে হবে। কি পেলাম, কি হারালাম এমন চিন্তা কখনোই মাথায় আনা যাবে না।

আমার কি কি নেই?

প্রথমেই আমাদের মাথায় আসে, আমারতো কম্পিউটার নেই, আমারতো ওয়াইফাই কানেকশন নেই, আমারতো আইফোন নেই, এটা নেই, সেটা নেই। শুধু নেই আর নেই। সব ব্যাপারেই আমরা নেগেটিভ চিন্তা ভাবনা করি।
আজ থেকে নেগেটিভ চিন্তা ভাবনা বাদ দিয়ে দেখুন আপনার কি কি আছে, তাই দিয়ে শুরু করুন।

ওয়েব ডিজাইন শিখতে আপনার কি লাগবেঃ

১। একটা স্মার্ট ফোন

২। ভিডিও দেখার জন্য, পেইজে এ্যাক্টিভ থাকার জন্য সামান্য নেট কানেকশন

৩। মজার বিষয় হচ্ছে কোডিং করার জন্য আপনার কোন নেট কানেকশনই লাগবে না। সম্পূর্ণ অফলাইনেই কোডিং করতে পারবেন।

৪। আর একটি বড় জিনিস লাগবে সেটা হচ্ছে, সময়। প্রতিদিন কমপক্ষে ২ ঘন্টা সময় দিয়ে আপনি প্রাক্টিস করবেন। ভেবে দেখুন তো ২ ঘন্টা সময় আমরা কত বেহুদা কাজে শেষ করে ফেলি।

৫। আর একটি সবচেয়ে বড় জিনিস লাগবে সেটা হচ্ছে, ধর্য্য। আপনার যদি ধর্য্য না থাকে তাহলে আপনি কখনোই এই কাজ শিখতে পারবেন না।

Post a Comment

0 Comments