ওয়েব ডিজাইন কেন শিখবেন?
বর্তমানে সকল ব্যবসা প্রতিষ্ঠান অনলাইনমূখী হচ্ছে। আগামী কয়েক বছরের মধ্যেই সবগুলো অনলাইনভিত্তিক হয়ে যাবে।
জামা, কাপড়, থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় বাজার ঘাট সবকিছুই মানুষ বাড়িতে বসে থেকে করছে। ফুটপান্ডা থেকে খাবার অর্ডার করে অল্প সময়ের মধ্যেই খাবার তাদের বাড়ীতে পৌঁছে দিচ্ছে। আপনি কোথাও যাবেন, উবার, পাঠাও, আপনাকে তাদের গাড়ীতে করে পৌঁছে দিচ্ছে। এটা আরো দিন দিন বাড়তেই থাকবে। যারা যুগের সাথে তাল মিলিয়ে চলতে পারবে না তারা ঝরে পড়বে।
অনলাইন ব্যবসা যত বাড়বে ততই ওয়েবসাইট বেশী করে প্রয়োজন হবে। যতগুলো ওয়েবসাইট প্রয়োজন হবে ততোগুলো ওয়েব ডেভলপার, ওয়েব ডিজাইনার কিন্তু খুঁজে পাওয়া যাবে না। হাতে গোনা যারা থাকবেন তাদের মূল্যায়নটা কেমন হবে সহজে আন্দাজ করুন।
এটাতো বললাম আমার নিজের দেশের কথা। গোটা বিশ্বের কথা ভেবে দেখুন। বিভিন্ন মার্কেটপ্লেসগুলো ঘুরে দেখুন ওয়েব ডিজাইনের উপর হাজার হাজার কাজ আছে কিন্তু হাজার হাজার ডিজাইনার নাই।
একটা ই-কমার্স ওয়েবসাইট ডিজাইন করে কমপক্ষে 200$ থেকে 700$ ডলার পর্যন্ত ইনকাম করা যায়।
এটা কোন স্বপ্ন নয় এটাই বাস্তব। আমাদের দেশের শত শত ছেলে মেয়ে ফ্রিল্যান্সিং করে হাজার হাজার ডলার ইনকাম করছে।
তাহলে আপনি পিছিয়ে থাকবেন কেন? এখনই শুরু করে দিন ওয়েব ডিজাইন শেখা।
দয়া করে পেইজটিতে লাইক, কমেন্ট করুন আর শেয়ার করে দিন আপনার বন্ধুদের সাথে। মূল্যবান কথাগুলো কারো না কারো উপকারে আসবে।
0 Comments