class: 04
আস্সালামু আলাইকুম
মোবাইল দিয়ে ওয়েব ডিজাইনের ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা কয়েকটি html tag শিখবো।
<b></b> tag যে কোন লেখাকে বোল্ড বা মোটা করার জন্য এই tag টি ব্যবহার করা হয়।
<i></i> tag যে কোন লেখাকে ইতালিক বা এক পার্শে হেলানোর জন্য এই tag টি ব্যবহার করা হয়।
<u></u> tag যে কোন লেখার নিচে আন্ডার লাইন দেয়ার জন্য এই tag টি ব্যবহার করা হয়।
<strong></strong> tag যে কোন লেখাকে বোল্ড করার জন্য এই tag টি ব্যবহার করা হয়।
<big></big> tag যে কোন লেখাকে বড় করার জন্য এই tag টি ব্যবহার করা হয়।
<small></small> tag যে কোন লেখাকে ছোট করার জন্য এই tag টি ব্যবহার করা হয়।
</br> tag এই tag এ শুরুর tag হয় না। কোন বাক্যকে একের পর এক নিচের দিকে সাজানোর জন্য এই tag টি ব্যবহার করা হয়।
Example:
<b>This is bold tag</b> </br>
<i>This is italic tag</i> </br>
<u>This is underline tag</u> </br>
<strong>This is strong tag</strong> </br>
<big>This is big tag</big> </br>
<small>This is small tag</small>
নিচের ছবিতে এগুলোর ব্যবহার দেখুনঃ
0 Comments