প্রিয় বন্ধুরা,
আমরা অনেকেই চাই আমাদের মেবাইলের ফন্ট সাইজ বড় করতে। ছোট ফন্ট অনেকের পছন্দ হয় না। কিন্তু কিভাবে ফন্ট সাইজ বড় করতে হয় তা অনেকের জানা থাকে না। আজকে আমরা এই বিষয়টি শিখবো চলুন দেখি কিভাবে মোবাইলের ফন্ট সাইজ ইচ্ছেমত বড় করা যায়।
প্রথমে মোবাইলের Setting এ যেতে হবে। তারপর Display লেখার উপর ক্লিক করুন তারপর নিচে দেখুন Font style লেখা আছে সেখানে ক্লিক করুন। এবার একটা স্লাইডার আসবে সেটি নড়াচড়া করে ইচ্ছমত ফন্ট সাইজ ছোট বড় করে নিতে পারবেন।
কিছু মোবাইলে হয়তো এই option গুলো মিলবেনা সেই ক্ষেত্রে খুঁজে বের করতে হবে। মোবাইলের ডিসপ্লেতে দেখুন একটি সার্চ অপশন আছে সেখানে font লিখেও খুব সহজে font style খুঁজে বের করতে পারবেন।
0 Comments